আজ বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৭:৪২ পূর্বাহ্ন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপ্রধানে সহকারী শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক পুলিন চন্দ্র সরকার, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, নরেশ চন্দ্র সরকার, রফিকুল ইসলাম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, দশম শ্রেনীর ছাত্রী শামীমা আক্তার, ফারহানা আক্তার ও নবম শ্রেণীর ছাত্রী নাবিলা আক্তার।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আতিক উল্লাহ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন