আজ মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:৫৩ অপরাহ্
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। শুক্রবার বিদ্যালয়ে সামাজিক দূরূত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপ্রধানে সহকারী শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, বিদ্যোৎসাহী সদস্য গোলাম খাজা, সহকারী প্রধান শিক্ষক পুলীন চন্দ্র সরকার, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, মানিক সরকারসহ আরাে অনেকে।
এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।