আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪২ অপরাহ্
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় মিশুক (অটোরিক্সা) উল্টে গিয়ে জিয়াউর রহমান (৩৫) নামের একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভূঁইয়ারা-বক্সগঞ্জ সড়কের আমির হেসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান কর্মস্থল ফেনী থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি আসলে ভূঁইয়ারা-বক্সগঞ্জ সড়কের আমির হোসেনের বাড়ির সামনে মিশুক (অটোরিক্সা) উল্টে গিয়ে খালে পড়লে জিয়া মিশুকের নিচে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত জিয়াউর রহমান পালাখাল মডেল ইউনিয়নের বক্সগঞ্জ গ্রামের সুজাত আলীর ছেলে।