আজ শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৮:০৩ অপরাহ্
চাঁদপুরের কচুয়ায় হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে “গ্রামীন খেলাধুলা” হাড়িভাঙ্গা খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ডা. গুরুপদ দে জুয়েলের সার্বিক সহযোগিতায় ও যুবলীগ নেতা রাজু প্রধানীয়ার প্রচেষ্টায় উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের (মেঘদাইর) ৬নং ওয়ার্ডে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মাসুদুর রহমান বাবুল।
এসময় ইউপি সদস্য ইসমাইল হোসেন রতন, লাকী বেগম, ওয়ার্ড আওয়ামীগের সভাপতি মুকুল মাহমুদ,যুবলীগ নেতা ইকবাল হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহপরান ভূঁইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।