আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৫ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ।।
চাঁদপুরের কচুয়া পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মোট ৯ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটাররা। ৪৪টি সাধারণ কাউন্সিলর এবং ৮টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন বিএনপি সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডসহ অধিকাংশ ওয়ার্ডকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।