আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:২২ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সুমন, কচুয়া।।
আগামি ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অলীয়ে কামেল হযরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মদ ফায়েজ উল্লাহ শাজুলি (রহঃ) প্রতিষ্ঠিত শাজুলিয়া দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের কচুয়ার দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্যান্ডেল তৈরি, সাউন্ড সিস্টেমসহ মাহফিলের সকল প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ।
দু’ দিনের মাহফিলে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের আন্তর্জাতিক মানের প্রখ্যাত আলেমগণ, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম শাজুলিয়া তরিকত, বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।
মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন, দরবার শরীফের সদরে মোন্তাজেম আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি। নায়েবে মোন্তাজেম হিসেবে উপস্থিত থাকবেন, পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।
মাহফিলে শাজুলিয়া তরীকা ও দরবার শরীফের সকল মুরিদীন, মুহিব্বীন এবং সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে মহা সাফল্য লাভ করার জন্য দরবার শরীফের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা হয়েছে