আজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১৯ অপরাহ্
সাইফুল ইসলাম সুমন, কচুয়া ।।
চাঁদপুরের কচুয়ার বাঁচাইয়া ব্রিকফিল্ড এলাকায় লাভলী আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় তাকে হত্যার মূল রহস্য উদঘাটন করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় থানায় মামলা নং-১৬, ধারা-৩০২ পেনাল কোড এর এজাহার নামীয় একমাত্র আসামী স্বামী মোঃ শাহাদাত হোসেন (৩২) গ্রেফতার করে। সে উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মঙ্গলবার পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করে যে, লাভলী আক্তার রোববার বিকেল আনুমানিক ৪টার সময় ঢাকা হইতে কচুয়া নিজ বাড়ীর উদ্দেশ্যে নিয়ে আসে। সন্ধ্যায় বাছাইয়া সাকিনস্থ মেসার্স শায়েস্তা ইসলাম ব্রিকস ফিল্ড এর ৩০০ গজ দক্ষিন-পশ্চিম পাশে পুকুরের পাশে জমির কোনে আসার পরে তাহারা উভয়ে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া কথা কাটাকাটি শুরু করে। কথাকাটাকাটির একপর্যায়ে লাভলী আক্তার পায়ে হেঁটে জমির মাঝখান দিয়ে মামলার ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যা করে শাহাদাতকে ফাঁসানোর বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে।
একপর্যায়ে আসামী লোকজন জানাজানি হলে মামলার ভয়ে এবং পারিবারিক কলহের কারণে ক্ষিপ্ত হয়ে লাভলী আক্তারেরর গলায় দুই হাত দিয়া চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে ঢাকায় চলে যায়।
পরে সোমবার শাহাদাত পূনরায় শ্বশুর বাড়ী এসে লাভলী আক্তারকে খোঁজাখুঁজি শুরু করে।